Paediatrician

MBBS (Hons. Gold Medalist), DCH (Kol), MD (Phy., CMC Vellore),

PGPN (Boston University, USA), ENS (LMU Munich, Germany),

Consultant Paediatrician & Neonatologist 

ডা: পি. কে. বাগচী একজন নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ এবং বিভিন্ন মেডিকেল কলেজের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শারীরবিজ্ঞানের চিকিৎসক শিক্ষক | ডা: বাগচী ২০০২ সালে অনার্স সহ MBBS পাস করেন এবং বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক প্রাপ্ত হন | তিনি ডা: বিধানচন্দ্র রায় শিশু হাসপাতাল, কলকাতা থেকে ২০০৮ সালে পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করে DCH পাস করেন এবং শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মজীবন শুরু করেন | ডা: বাগচী শারীরবিজ্ঞানে CMC ভেলোর থেকে MD পাশ করেন | এছাড়াও তিনি Cornell ইউনিভার্সিটি, আমেরিকা ও UNICEF এর দ্বারা পরিচালিত শিশু পুষ্টির উপর ট্রেনিং প্রাপ্ত | BOSTON ইউনিভার্সিটি, আমেরিকা থেকে শিশু পুষ্টির উপর স্নাতকোত্তর কোর্স এবং Ludwig Maximilian University of Munich, Germany থেকে শিশু পুষ্টির উপর কোর্স করেন | ডা: পি. কে. বাগচী CMC ভেলোর থেকে স্নাতকোত্তর পড়াশোনা, শিক্ষকতা ও গবেষণা করেছেন | তিনি প্রাইভেট প্রাকটিস ছাড়াও পশ্চিমবঙ্গের নানা গ্রামীন হাসপাতাল, জেলা হাসপাতাল ও বিভিন্ন মেডিকেল কলেজে চিকিৎসা করেছেন এবং বর্তমানে মেডিকেলের ছাত্রছাত্রীদের পড়ানোর পাশাপাশি গবেষনার কাজ করেন |

এই ওয়েবসাইট-এর তিনি একজন নিয়মিত লেখক | 

যোগাযোগ

WhatsApp: (+91)8001911960

Skype: (+91)8001911960