• নবজাতক

    COVID-19 ও শিশু স্বাস্থ্য – 1

    শতাব্দীর ভয়ঙ্করতম মহামারী বা অতিমারী দেখছে পৃথিবী। করোনা ভাইরাসের কবলে গোটা পৃথিবী। পৃথিবীর দোর্দণ্ডপ্রতাপ উন্নত দেশ গুলো করোনার কাছে আক্ষরিক অর্থে নতজানু। আমাদের রাজ্য তথা দেশ লড়াই চালিয়ে যাচ্ছে। চালাচ্ছি আমরাও। আমরা সবাই। লড়াইটা অসম। অদৃশ্য এক ভয়ংকর ভাইরাসের সাথে সমগ্র মানুষের লড়াই। ইতিমধ্যেই এই রোগটা নিয়ে আমাদের সবারই একটা ধারণা হয়ে গেছে। সরকারী প্রচার, যাবতীয় মিডিয়া, টিভি, রেডিও, খবরের কাগজ তো আছেই। তার সাথে আছে আর এক ভয়ানক যন্ত্র সোশ্যাল মিডিয়া। কি নেই সেখানে! সত্যি থেকে মিথ্যে, বিজ্ঞান থেকে কুসংস্কার, ভালই থেকে মন্দ সব রকমের নানাবিধ জ্ঞান আমরা সর্বদা পাচ্ছি। আসলে একটু বেশিই পাচ্ছি! মোদ্দা কথা টা হলো আমরা প্রায় প্রত্যেকে COVID-19 নিয়ে বেশ জ্ঞানী। তাই এই নিয়ে আর…