• শিশুরোগ

    বাচ্চার জ্বর – এর সকল কথা

    ছোট থেকে বড় হওয়ার মধ্যে যে কোনো শিশু বহুবার জ্বর নিয়ে ভোগে। সকল মা-বাবা-ই বাচ্চার জ্বর এবং জ্বর কমানো নিয়ে বহুবার নাজেহাল হয়েছেন। কখোনো জ্বর বহুদিন ধরে কমছেনা, তো কখনো ওষুধ খাওয়ালেও কমছেনা। কখনো বা ওষুধ খেয়ে 3 ঘন্টার পরেই জ্বর চলে আসছে তো কখনো 7-8 ঘন্টা জ্বর থাকছেনা। কখনো বা জ্বর নিয়েই বাচ্চা ছুটে খেলে বেড়াচ্ছে, তো কখনো ঝিমিয়ে পড়ে শুয়ে আছে। কখনো ফ্যান চালাতে বলছে, কখনো গায়ে চাদর ঢাকা দিতে চাইছে, তো কখনো কাঁপছে। আবার কোনো কোনো বাচ্চা ভুল বকছে, তো কোনো বাচ্চার খিঁচুনী শুরু হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ বমিও করে দিচ্ছে। আর খাচ্ছেনা তো কেউ কিছুই। urine, stool-ও কম হচ্ছে। এরকম না না প্রকারের রকম ভেদে…