• টীকাকরণ

    টীকাকরণ – সাধারণ প্রশ্নোত্তর

    শিশুর কি টিকাকরণ করা আবশ্যিক? হ্যাঁ। আপনার শিশুর টিকাকরণ অবশ্যই করা উচিত। এটা আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করেনা। এটা শিশুর অধিকারের মধ্যে পড়ে। শিশুর টিকাকরণ করা কেন দরকার? টিকাকরণের ফলে আপনার শিশুকে মারণ রোগ হওয়া থেকে রক্ষা করা যায়। টিকাকরণ ও রোগের চিকিৎসা কি একই জিনিস? রোগ হওয়ার পর তার চিকিৎসা করা হয়। আর টিকাকরণ করা হয় যাতে ওই রোগ আপনার শিশুর না হয়। বলা বাহুল্য রোগ না হওয়া বেশি ভালো। কোথায় টিকাকরণ করা উচিৎ? সরকারী ব্যবস্থাপনায় স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে বিনামূল্যে অথবা ব্যক্তিগত ভাবে আপনার শিশু চিকিৎসকের কাছে আপনি টিকাকরণ করতে পারেন । কি কি টিকাকরণ করা হয়? Indian Academy of Paediatrics এর তালিকার টিকাকরণ সূচী অনুযায়ী শিশুচিকিৎসক টীকা দেন।…